অঙ্গনওয়াড়ি কর্মী–সহায়িকাদের বেতন নিয়ে প্রতারণার প্রতিবাদ

বহু আন্দোলনের চাপে রাজ্য সরকার ২৩ আগস্ট অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সাম্মানিক ১০০০ টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছিল এবং তা নভেম্বর মাসে কর্মী সহায়িকাদের দেওয়া শুরুও হয়েছিল৷ কিন্তু ১ নভেম্বর আর এক নির্দেশিকায় কর্মীদের ক্ষেত্রে ৬০০ টাকা এবং সহায়িকাদের ক্ষেত্রে ৩০০ টাকা কেটে নেওয়ার কথা বলা হয়েছে৷ এ আই ইউ টি ইউ সি অনুমোদিত ওয়েস্টবেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের রাজ্য সম্পাদিকা কমরেড মাধবী পণ্ডিত এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন৷ রাজ্যের সর্বত্রই এর প্রতিবাদে কর্মীরা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, ঘেরাও, অবরোধ আন্দোলনে ফেটে পড়েছে৷ ৫ নভেম্বর ঝাড়গ্রামের বহু প্রজেক্টে ইউনিয়ন বিক্ষোভ দেখায়৷ হুগলির ঘড়ির মোড় থেকে কয়েকশো কর্মী–সহায়িকা মিছিল করে জেলা প্রকল্প অফিসারের দপ্তরে বিক্ষোভ দেখায়, ডেপুটেশনও দেওয়া হয় (ছবি)৷

সরকারের এই তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে এবং ৭ দফা দাবিতে ১৬ নভেম্বর  ইউনিয়নের পক্ষ থেকে এক বিক্ষোভ অভিযানের ডাক দেওয়া হয়েছে৷ কলকাতার কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হবে৷ প্রতিনিধি দল রাজ্যপাল এবং নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রীকে ডেপুটেশন দেবে৷ দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে৷

(৭১ বর্ষ ১৪ সংখ্যা ১৬ – ২২ নভেম্বর, ২০১৮)