Breaking News

শিক্ষকদের সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ না করায় ক্ষোভ এস ইউ সি আই (সি)-র

চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের আজ ১৪ জুলাই নবান্ন অভিযানের পরিপ্রেক্ষিতে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এক বিবৃতিতে বলেন,

কিছু মানুষকে দুর্নীতির পথে চাকরি দেওয়ার পরিণামে সরকার হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বঞ্চিত করেছে। তাঁরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে আন্দোলন চালিয়ে আসছেন।

আজ তাদের দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন ও মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবার আবেদন জানিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে মুখ্যমন্ত্রী দেখা না করে প্রতিনিধি পাঠিয়েছিলেন যাঁরা তাঁদের প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি।

হাজার হাজার শিক্ষক শিক্ষিকার জীবনে যে ভয়ঙ্কর অনিশ্চয়তা নেমে এসেছে তার দায় রাজ্য সরকারকে নিতে হবে। সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেদন জানাচ্ছি, আপনারা সক্রিয় ভাবে যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের পাশে দাঁড়ান এবং সরকারকে তাঁদের অধিকার সুনিশ্চিত করতে বাধ্য করুন।