গুজরাটে র‍্যাগিংয়ে জড়িতদের কঠোর শাস্তির দাবি

গুজরাটের পাটশে ধারপুর মেডিকেল কলেজে র্যাগিংয়ের ফলে এমবিবিএস-এর প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করেছে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার।

সংগঠনের সর্বভারতীয় সভাপতি অধ্যাপক বিনায়ক নারলিকর এবং সাধারণ সম্পাদক ভবানীশঙ্কর দাস ১৯ নভেম্বর এক বিবৃতিতে বলেন, অ্যান্টি র্যাগিং আইন কাগজে কলমে চালু থাকলেও র্যাগিং যে ব্যাপকভাবে চলছে, তা আজ কোনও গোপন বিষয় নয়।

দেশের বেশিরভাগ মেডিকেল কলেজে যেভাবে বিজ্ঞানসম্মত গণতান্ত্রিক চিন্তার পরিমণ্ডলের পরিবর্তে বস্তাপচা ঐতিহ্যবাদী ধর্মীয় কূপমণ্ডুকতা ও প্রশাসনিক স্বৈরতন্ত্র কায়েম করা হচ্ছে, তার ফলে কর্তৃপক্ষের মদতপুষ্ট থ্রেট কালচার বাড়ছে, র্যাগিং বাড়ছে। কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়েই এই সত্যকে আড়াল করতে চাইছে।

সংগঠনের দাবি, নিরপেক্ষ তদন্ত করে র্যাগিং চক্রের মাথাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।