করোনা প্রতিরোধ নয়, ভোটই লক্ষ্য বিজেপির

এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১০ জুন এক বিবৃতিতে বলেন, অত্যন্ত দুঃখের কথা, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বিহার ও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে ভোটের দামামা বাজাতে বর্তমান এমন একটা সময়কে বেছে নিলেন যখন লক্ষ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত, হাজার হাজার মানুষ মৃত৷ শুধু তাই নয় করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাডছে এবং সরকার জনগণকে কার্যত এই ভয়ঙ্কর ভাইরাসের করুণার ওপর ছেডে দিয়েছে যার ফলে আতঙ্কিত বিমূঢ় জনগণ ভেবে পাচ্ছে না কীভাবে নিজেদের রক্ষা করবে৷

লক্ষণীয়, ভারতবর্ষে আক্রান্ত ও মৃতের সংখ্যা করোনা বিধ্বস্ত পশ্চিমী দেশগুলোকে প্রায় অতিক্রম করতে বসেছে৷ আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও ইতিমধ্যে সতর্কতা জারি করে বলেছে ভারতবর্ষে অতি দ্রুত করোনা আক্রান্তের সংখ্যায় বিস্ফোরণ ঘটতে পারে৷ উল্লেখযোগ্য যে, কোটি কোটি ছাঁটাই শ্রমিক, পরিযায়ী মজুর এবং বেকার যুবক চরম দারিদ্র ও অনাহারে দিন কাটাচ্ছে এবং অনেকেই সরকারি ন্যূনতম সাহায্য থেকে বঞ্চিত হয়ে মারা যাচ্ছে৷ শাসকদের এই দৃষ্টিভঙ্গি কি প্রমাণ করে না যে দেশের মানুষের বাঁচা–মরা নিয়ে শাসকদের কোনও মাথাব্যাথা নেই? তাদের একমাত্র লক্ষ্য দেশি–বিদেশি একচেটিয়া পুঁজিপতিদের আশীর্বাদপুষ্ট হয়ে এমনকি করোনা ও ক্ষুধায় মৃত দেশবাসীর শরীরের ওপর দিয়ে রথ চালিয়ে মন্ত্রিত্বের গদি দখল করা৷