ভাটপাড়ায় শিল্পী–সাংস্কৃতিক কর্মী–বুদ্ধিজীবী মঞ্চ

উত্তর ২৪ পরগণার ভাটপাড়া বিধানসভার বিস্তীর্ণ অংশে মাসাধিক কাল ধরে চলতে থাকা লাগাতার হিংসা ও অশান্তির পরিস্থিতিকে স্বাভাবিক করার আবেদন জানিয়ে ২৬ জুন শিল্পী–সাংস্কৃতিক কর্মী–বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে ভাটপাড়া কমলা স্টোর্স মোড়ে একটি সভা অনুষ্ঠিত হয়৷ সভায় বিশিষ্ট সাংবাদিক দিলীপ চক্রবর্তী, সুনীতি মালাকার, শিক্ষাবিদ অধ্যাপিকা মীরাতুন নাহার, সাংস্কৃতিক আন্দোলনের কর্মী সান্টু গুপ্ত, অধ্যাপক সৌম্য সেন প্রমুখ সংঘর্ষে লিপ্ত রাজনৈতিক নেতাদের শান্তি ফিরিয়ে আনার আবেদন জানান৷ সভাপতিত্ব করেন শিক্ষা আন্দোলনের নেতা রতন লস্কর৷ এরপর বুদ্ধিজীবীদের নেতৃত্বে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের একটি মিছিল ভাটপাড়া থানায় গিয়ে বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার সঙ্গে সাক্ষাৎ করে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান৷ শ্রী ভার্মা অপরাধীদের গ্রেপ্তারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং দ্রুত শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলে তাঁদের আশ্বাস দেন৷

(গণদাবী : ৭১ বর্ষ ৪৬ সংখ্যা)