বেলদায় রেল পরিষেবার দাবি আদায়

বেলদা হাওড়া লোকাল বাঁচাও ও যাত্রী সুরক্ষা কমিটির উদ্যোগে রেল পরিষেবার উন্নতির দাবিতে লাগাতার আন্দোলন চলছে৷ ২৫ জুন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি মোড় থেকে বেলদা বাজার পর্যন্ত এই দাবিতে মিছিল হয়৷ ২৭ জুন খড়গপুরে এডিআরএম–এর কাছে ডেপুটেশন দেন কমিটির সদস্যরা৷ বেশ কিছু দাবি মেনে নেয় রেল কর্তৃপক্ষ৷ কিছুদিনের মধ্যেই জনশতাব্দী এক্সপ্রেস, ভেল্লুপুরম এক্সপ্রেসের স্টপেজ বেলদাতে দেওয়া, জলেশ্বর ও জাজপুর লোকালের বেলদা থেকে ছাড়ার সময়ের পরিবর্তন, বেলদা–হাওড়া লোকাল হাওড়া ও বেলদা থেকে সরাসরি চালানো, বেলদা স্টেশনে সাইকেল স্ট্যান্ড দ্রুত নির্মাণ করা সহ নানা দাবি মেনে নেন তিনি৷ কেশিয়াড়ি মোড়ে ওভারব্রিজ নির্মাণের কাজ রাজ্য সরকারের সঙ্গে কথা বলে দ্রুত শুরু করার প্রতিশ্রতিও দেওয়া হয়৷

(গণদাবী : ৭১ বর্ষ ৪৬ সংখ্যা)