বিপুল রাজস্ব ক্ষতি করে শিল্পপতিদের কর কমালো কেন্দ্রীয় সরকার

কর্পোরেট সংস্থার কর কমিয়ে ২২ শতাংশ করার ফলে কেন্দ্রীয় সরকারের ১.৮ লক্ষ কোটি টাকা রাজস্ব লোকসান হয়েছে। করোনার আগে থেকেই অর্থনীতির শ্লথগতি কাটানোর কথা বলে কর্পোরেট করের হার কমিয়েছে বিজেপি সরকার। কিন্তু নতুন লগ্নি হয়নি, কর্মসংস্থানও হয়নি। বদলে শুধুই বেড়েছে কর্পোরেট সংস্থার মুনাফা।

সংসদীয় কমিটির রিপোর্টে জানা গেছে, ২০১৯-এ কর্পোরেট কর কমানোর ফলে করোনার দু’বছরে কেন্দ্রের রাজস্ব লোকসান হয়েছে ১.৮৪ লক্ষ কোটি টাকা। ২০২০-২১ এ নতুন রেকর্ড তৈরি হয়েছে– সরকারের কর্পোরেট কর বাবদ আয়ের তুলনায় মানুষের থেকে আদায় করা আয়কর বাবদ আয়ের পরিমাণ বেশি। শুধু ওই বছরই সরকারের রাজস্ব আয় ১ লক্ষ কোটি টাকা কম হয়েছে।