বিদ্যুৎ ও কৃষির নানা দাবিতে জৌনপুরে আন্দোলনে এসইউসিআই(সি)

বিদ্যুৎ শুল্ক ২৫ থেকে ৩০ শতাংশ বৃদ্ধির সুপারিশ, চাষের জন্য নালায় পর্যাপ্ত জল না দেওয়া, সার বীজ কীটনাশকের দাম বৃদ্ধি সহ অন্যান্য সমস্যার বিরুদ্ধে উত্তরপ্রদেশে এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর জৌনপুর জেলা কমিটির পক্ষ থেকে ৬ জুলাই মিছিল করে গিয়ে বদলাপুরে মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখানো হয়৷ মিছিলে সামিল শতাধিক শ্রমিক–চাষি এবং ছাত্র–যুবক কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে স্লোগান দেন৷ কেন্দ্রীয় বাজেটের নিন্দা করে বলা হয় এটি সম্পূর্ণরূপে জনবিরোধী এবং পুঁজিপতিদের স্বার্থে তৈরি৷ শেষে মুখ্যমন্ত্রীর উদ্দেশে ছয় দফা দাবিপত্র বদলাপুর এসডিএম–এর কাছে জমা দেওয়া হয়৷

(গণদাবী : ৭১ বর্ষ ৪৯ সংখ্যা)