কেরালায় পুলিশের হাতে বিপুল ক্ষমতা তুলে দেওয়ার প্রতিবাদ

আইনশৃঙ্খলা রক্ষার অজুহাতে কেরালার সিপিএম সরকার সম্প্রতি পুলিশের হাতে জেলাশাসকের সমান ক্ষমতা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ এর প্রতিবাদ করে এস ইউ সি আই (সি)–র কেরালা রাজ্য সম্পাদক ডঃ ভি ভেনুগোপাল এক বিবৃতিতে বলেছেন, এই সিদ্ধান্ত মানবাধিকারের চূড়ান্ত বিরোধী৷

এর প্রতিবাদে কেরালায় গণআন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা জনকিয়া প্রতিরোধ সমিতি এবং ডেমোক্রেটিক ল–ইয়ারস ফোরাম যৌথভাবে ১১ জুলাই এর্নাকুলামে এক প্রতিবাদ সভার ডাক দেয়৷ অ্যাডভোকেট কালীশ্বরম, জনকিয়া প্রতিরোধ সমিতির জেলা সম্পাদক ফ্রান্সিস কালাথুঙ্গাল, টি কে সুধীরকুমার প্রমুখ বক্তব্য রাখেন৷বক্তারা বলেন, যতটুকু ক্ষমতা পুলিশের হাতে রয়েছে তাতেই পুলিশ কর্তৃক মানবাধিকার লংঘনের ঘটনা ক্রমে বেড়ে চলেছে৷ পুলিশ দিয়ে জনগণের গণতান্ত্রিক আন্দোলনগুলি দমন করা হচ্ছে৷ যে সব রাজ্যে পুলিশ কমিশনারেট তৈরি করে পুলিশের হাতে জেলাশাসকের সমান ক্ষমতা তুলে দেওয়া হয়েছে, সেখানে গুরুতর পুলিশি অত্যাচারের অভিযোগ উঠেছে৷

তাঁরা আরও বলেন, বামপন্থী আন্দোলনের দীর্ঘদিনের দাবি, পুলিশবাহিনীর গণতন্ত্রীকরণ করে তাকে সভ্য সমাজের উপযুক্ত করে তুলতে হবে৷ পুলিশি হেফাজতে অত্যাচারের শিকার হয়ে অভিযুক্তদের আত্মহত্যা ও মৃত্যুর ঘটনা কেরালাতেও বেড়ে চলেছে৷ পুলিশ যে কোনও লোককে ‘মাওবাদী’ বলে দাগিয়ে দিয়ে ভুয়ো সংঘর্ষে হত্যা করছে এই অভিযোগ বারবার উঠছে৷ ক্রিমিনালবাহিনীর সঙ্গে গাঁটছড়া বেঁধে তাদের নানা দুষ্কর্মে অংশ নেওয়ার অভিযোগও শোনা যাচ্ছে৷ সরকারের এই পদক্ষেপ পুঁজিবাদী রাষ্ট্রযন্ত্রের দমন–পীড়নের ক্ষমতারই শক্তিবৃদ্ধি ঘটাবে যা নিজেকে ‘বামপন্থী’ বলে দাবি করা একটি সরকারের পক্ষে গভীর লজ্জার৷

(গণদাবী : ৭১ বর্ষ ৪৯ সংখ্যা)