তিলজলাঃ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এসইউসিআই(সি)-র

কলকাতার তিলজলায় নাবালিকার যৌন নির্যাতন ও নৃশংস খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ধৃত বিক্ষোভকারীদের নিঃশর্ত মুক্তির দাবি করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর জেলা সম্পাদক কমরেড সুব্রত গৌড়ী ২৭ মার্চ এক বিবৃতিতে বলেন, সাত বছরের শিশুকে নৃশংসভাবে খুনের বিরুদ্ধে জনরোষেরই প্রকাশ ঘটেছে আজকের বিক্ষোভের ঘটনায়। যেভাবে পুলিশ কর্তব্যে গাফিলতি করেছে তাতে এই গণবিক্ষোভ অস্বাভাবিক নয়। বারবার থানায় জানানো সত্ত্বেও কর্তব্যরত পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি। পরে পুলিশ এসে যখন দেখে যে, অভিযুক্ত অলোকের ফ্ল্যাট বাইরে থেকে বন্ধ, কিন্তু ভেতর থেকে তার গলা শোনা যাচ্ছে, তখনও পুলিশকর্মীরা তালা ভেঙে ফ্ল্যাটে ঢোকার কোনও চেষ্টা করেননি। পুলিশ যদি ঠিক সময়ে উদ্যোগ নিলে হয়ত শিশুটিকে বাঁচানো যেত।

আমরা দাবি জানাচ্ছি– ধৃত অপরাধী এবং ঘটনায় অভিযুক্ত তান্ত্রিককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যে সমস্ত পুলিশকর্মী কর্তব্যে অবহেলা করেছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই নৃশংস ঘটনার প্রতিবাদে বিক্ষোভ থেকে গ্রেপ্তার হওয়া সাধারণ মানুষদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তান্ত্রিকদের এই ধরনের মধ্যযুগীয় কার্যকলাপ চিরতরে নির্মূল করতে সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।