কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অসত্য ভাষণ সেভ এডুকেশন কমিটির তীব্র প্রতিবাদ

ফাইল চিত্র

১৭ এপ্রিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কলকাতায় এসে জাতীয় শিক্ষানীতি-২০২০ সারা দেশ মেনে নিয়েছে বলে যে কথা বলেছেন তার তীব্র প্রতিবাদ করেছেন অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির সম্পাদক অধ্যাপক তরুণকান্তি নস্কর। তিনি এক বিবৃতিতে বলেন, জাতীয় শিক্ষানীতি দেশের সকল রাজ্য সরকার মেনে নিয়েছে বলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যা বলেছেন তা অসত্য। বেশ কয়েকটি রাজ্য সরকার এই শিক্ষানীতির বিরোধিতা করে বিকল্প শিক্ষানীতি প্রণয়ন করার জন্য কমিটি গঠন করেছে। সব থেকে বড় কথা দেশের প্রথম সারির শিক্ষাবিদ সমেত শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রীরা এই শিক্ষানীতি সমর্থন করেননি। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি এবং তার শাখা কমিটিগুলির নেতৃত্বেদেশ জুড়ে এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। অনলাইন সভা, ধর্না, মিছিল, সেমিনার রাজ্যে রাজ্যে সংগঠিত হছে। আগামী ৯ মে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির আহ্বানে এই শিক্ষানীতি সম্পূর্ণভাবে প্রত্যাহার করার দাবিতে দিল্লিতে যন্তরমন্তরে ধর্না হবে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন হবে। এই শিক্ষানীতির মাধ্যমে মাতৃভাষার বদলে হিন্দিকেই চাপানোর চেষ্টা হচ্ছে, কর্মমুখী শিক্ষার নামে মৌলিক শিক্ষাকে অবহেলা করা হচ্ছে, ইণ্ডিয়ান নলেজ সিস্টেমের নামে শিক্ষার গৈরিকীকরণ করা হচ্ছে, ইতিহাসের সিলেবাসকে বিকৃত করা হচ্ছে, উগ্র হিন্দুজাত্যাভিমান সৃষ্টি করে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। আমরা এই শিক্ষানীতির তীব্র বিরোধিতা করছি।

গণদাবী ৭৪ বর্ষ ৩৬ সংখ্যা ২৯ এপ্রিল ২০২২