কানপুরে অঙ্গনওয়াড়ি কর্মী সম্মেলন

কংগ্রেস সরকারের মতোই কেন্দ্রের বিজেপি সরকার আজও অঙ্গনওয়াড়ি কর্মী–সহায়িকাদের সরকারি কর্মচারীর স্বীকৃতি দেয়নি৷ এই স্বীকৃতি না থাকায় তাঁরা অতি সামান্য ভাতা পান, অথচ তাঁদের উপর সরকারি কাজের বোঝা ক্রমশ বেড়ে চলেছে৷ তাঁদের চিকিৎসা, সন্তানদের বিনামূল্যে শিক্ষা,  পেনশন প্রভৃতির কোনও সুযোগই তাঁদের নেই৷ এই সমস্ত বঞ্চনার প্রতিবাদে আন্দোলনের রূপরেখা নির্ণয়ের উদ্দেশ্যে উত্তরপ্রদেশের কানপুরে ২২ এপ্রিল জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়৷ এ আই ইউ টি ইউ সি অনুমোদিত অঙ্গনওয়াড়ি কর্মী–সহায়িকা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত এই সম্মেলনে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি কমরেড লতা শর্মা, জেলা সভাপতি কমরেড হিরাবতী, এ আই ইউ টি ইউ সি–র রাজ্য সভাপতি কমরেড রাজবলী প্রমুখ৷ সম্মেলন থেকে কমরেড হিরাবতীকে সভাপতি, কমরেড মঞ্জু শর্মাকে সম্পাদক নির্বাচিত করে ৩৫ জনের জেলা কমিটি গঠন করা হয়৷

(৭০ বর্ষ ৩৬ সংখ্যা ২৭ এপ্রিল, ২০১৮)