কমরেড পদ্মকুমারের জীবনাবসানে কমরেড প্রভাস ঘোষের শোকবার্তা

এসইউসিআই (কমিউনিস্ট)এর কেরালা রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড পদ্মকুমার ২৮ এপ্রিল অকস্মাৎ শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন৷ তাঁর মৃত্যুসংবাদ পেয়েই সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ কেরালা রাজ্য সম্পাদক কমরেড সি কে লুকোসের উদ্দেশ্যে প্রেরিত এক শোকবার্তায় বলেন,

এসইউসিআই (কমিউনিস্ট)এর কেরালা রাজ্য সম্পাদকমণ্ডলীর বিশিষ্ট সদস্য কমরেড পদ্মকুমারের আকস্মিক মৃত্যুসংবাদে অত্যন্ত শোকাহত হয়েছি৷

গভীর ব্যথা ও শোক যথার্থভাবে প্রকাশ করার মতো উপযুক্ত ভাষা প্রয়োগে আমি ব্যর্থ৷ বিপ্লবী লক্ষ্যের প্রতি সুদৃঢ় দায়বদ্ধতা, মার্কসবাদ লেনিনবাদকমরেড শিবদাস ঘোষের চিন্তাধারায় গভীর প্রত্যয়, দলের প্রতি অটল আনুগত্য, নেতৃত্বকারী সাংগঠনিক যোগ্যতা, নম্র ব্যবহার, কমরেডদের প্রতি অসীম ভালবাসা এই গুণগুলির দ্বারা কমরেড পদ্মকুমার কেরালায় দলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছিলেন৷ একজন সম্ভাবনাময় সংগঠক ও উদীয়মান নেতা হিসাবে তিনি আমার দৃষ্টি আকর্ষণ করেন৷ তাঁর অকাল ও আকস্মিক মৃত্যু শুধু কেরালার নয়, সর্বভারতীয় স্তরে আমাদের দলের ক্ষেত্রে এক বিরাট ক্ষতি৷ তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হল, কমরেডদের তা কঠিন প্রচেষ্টার দ্বারা পূরণ করতে হবে৷

আমি বিশ্বাস করি, মহান নেতা কমরেড শিবদাস ঘোষের শিক্ষা স্মরণ করে কমরেডরা দুঃখ ও শোককে শক্তিতে পরিণত করবেন৷

আমি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কমরেড পদ্মকুমারের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করছি৷

বিপ্লবী অভিনন্দন সহ

প্রভাস ঘোষ

২৮ এপ্রিল ২০১৮

(৭০ বর্ষ ৩৬ সংখ্যা ২৭ এপ্রিল, ২০১৮)