কমসোমলের শিশু-কিশোর উৎসব

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষ উদযাপন উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা কমসোমলের উদ্যোগে ১০-১১ মার্চ পঞ্চম বর্ষ ‘শিশু-কিশোর উৎসব’ হয় মেছাদার বিদ্যাসাগর লাইব্রেরি হলে। অংশগ্রহণ করে দেড় শতাধিক শিশু-কিশোর। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন ও শহিদ বেদিতে মাল্যদান করেন দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদিকা কমরেড অনুরূপা দাস। ছোট থেকে কীভাবে স্বাস্থ্য সচেতন হওয়া দরকার– এই বিষয়ে আলোচনা করেন ডাঃ মেহেতাব আলি। উপস্থিত ছিলেন কমরেডস জীবন দাস, সুব্রত দাস, মন্মথ দাস প্রমুখ। দ্বিতীয় দিন আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমরেড অনুরূপা দাস, কমরেড সন্তোষ মাইতি, বিশিষ্ট শিল্পী অসিত সাঁই, শিক্ষক বাপ্পা মান্না, কমসোমলের রাজ্য বডির সদস্য তনুশ্রী বেজ, নীলিমা খাঁড়া, সুদর্শন মান্না। উৎসবের খেলাধূলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কমরেড অনুরূপা দাস বলেন ‘ছোটবেলা থেকেই বড় মানুষদের জীবন চর্চা করার মধ্য দিয়ে মানুষ হতে হবে।’

(গণদাবী-৭৩ বর্ষ ২৬ সংখ্যা_১৯ মার্চ , ২০২১)