আসামে দ্বিতীয় রাজ্য যুব সম্মেলন

২৮ নভেম্বর এ আই ডি ওয়াই ও-র দ্বিতীয় আসাম রাজ্য সম্মেলন গোয়ালপাড়া শহরের ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের রাজ্য সভাপতি কমরেড ওসমান গনি মোল্লা রক্তপতাকা উত্তোলন করেন, শহিদ বেদিতে মাল্যদান করেন সর্বভারতীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নিরঞ্জন নস্কর ও কমরেড তমাল সামন্ত। কর্মসংস্থান, কাজ না পাওয়া পর্যন্ত সমস্ত কর্মক্ষম যুবকের উপযুক্ত হারে বেকার ভাতা, মদ-জুয়া-সাট্টা বন্ধ করা, বন্ধ কল-কারখানা খোলার দাবিতে সুসজ্জিত যুব মিছিল শহর পরিক্রমা করে। প্রধান বক্তা ছিলেন এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজ্য সম্পাদক কমরেড চন্দ্রলেখা দাস। তিনি উগ্র প্রাদেশিকতাবাদ, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে বামপন্থার আদর্শে যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

প্রতিনিধি সম্মেলনে মূল খসড়া পাঠ করেন রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড জিতেন্দ্র চালিহা, সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন রাজ্য সম্পাদক তুষার পুরকায়স্থ। সম্মেলনে কমরেড সইফুল ইসলামকে সভাপতি, কমরেডস জিতেন্দ্র চালিহা ও ময়ূখ ভট্টাচার্যকে সহ-সভাপতি ও বিরিঞ্চি পেগুকে সম্পাদক নির্বাচন করে ৪৭ সদস্যের রাজ্য কমিটি গঠিত হয়।