আইডিবিআই ব্যাঙ্ক কন্ট্র্যাক্ট এমপ্লয়িজ ইউনিয়নের রাজ্য সম্মেলন

২৮ মে এআইইউটিইউসি অনুমোদিত আইডিবিআই ব্যাঙ্ক কন্ট্র্যাক্ট এমপ্লয়িজ ইউনিয়নের প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল কলকাতার সুবর্ণ বণিক সমাজ হলে। রাজ্যের সব জেলা থেকে প্রায় দেড়শো জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলন পরিচালনা করেন সংগঠনের সভাপতি কমরেড জগন্নাথ রায়মণ্ডল। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সম্পাদক গৌরীশঙ্কর দাস এবং তার ওপর ১৬ জন প্রতিনিধি বক্তব্য রাখেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এআইইউটিইউসি পিচমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড অশোক দাস। তিনি কন্ট্রাক্ট কর্মীদের দিয়ে স্থায়ী কাজ করানোর বিরোধিতা করেন এবং অবিলম্বে কন্ট্র্যাক্ট কর্মীদের স্থায়ীকরণের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সম্মেলনের প্রস্তাব অনুযায়ী প্রতি মাসে নির্দিষ্ট সময়ে বেতন, পিএফ, ইএসআই-এর টাকা সঠিক সময়ে জমা করা, ব্যাঙ্ক বেসরকারিকরণের যাবতীয় পরিকল্পনা বাতিল, ব্যাঙ্কের অনাদায়ী ঋণ আদায়ে কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা গ্রহণ, স্থায়ী কাজে স্থায়ী কর্মী নিয়োগ, ছাঁটাই বন্ধ করা, চুক্তির ভিত্তিতে নিযুক্ত সব অস্থায়ী কর্মীকে স্থায়ী করা, সমকাজে সমবেতন, ব্যাঙ্কে জমা টাকার উপর সুদ না কমানো এবং পরিষেবা শুল্কের ক্ষেত্র ও পরিমাণ না বাড়ানো প্রভৃতি দাবিতে দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার গ্রহণ করা হয়। শেষে জগন্নাথ রায়মণ্ডলকে সভাপতি এবং গৌরীশঙ্কর দাসকে সম্পাদক করে ৪৭ জনের রাজ্য কমিটি গঠিত হয়।

গণদাবী ৭৪ বর্ষ ৪১ সংখ্যা ৩ জুন ২০২২