‘স্টুডেন্টস ম্যানিফেস্টো’ তৈরির উদ্যোগ এআইডিএসও-র

অষ্টাদশ লোকসভা নির্বাচনের আগে ছাত্র সমাজের সমস্যাগুলি নিয়ে স্টুডেন্টস ম্যানিফেস্টো তৈরি করছে এআইডিএসও। পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় ৫ মার্চ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এক সাংবাদিক সম্মেলনে বলেন, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই নির্বাচনে বিপুল সংখ্যক তরুণ ভোটার অংশগ্রহণ করবেন। যাদের মধ্যে বড় সংখ্যায় থাকবে ছাত্রসমাজ। ছাত্র সমাজের শিক্ষা এবং শিক্ষান্তে কর্মসংস্থানের প্রতিশ্রুতি ভোটসর্বস্ব দলগুলি ঘোষণা করলেও বাস্তবে কোনও সমস্যারই সমাধান তারা করে না। কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়েই বাজেটে শিক্ষার জন্য বরাদ্দ কমিয়েছে। শিক্ষক নিয়োগের কোনও উদ্যোগ নেই। শিক্ষার সমস্যা, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা, কর্মসংস্থানের সমস্যা সমাধানের দাবিকে জোরালো ভাবে তুলে ধরতে সংগঠনের সর্বভারতীয় কমিটি লোকসভা নির্বাচনের আগেই ছাত্রছাত্রীদের দাবি সম্বলিত বক্তব্য ‘স্টুডেন্টস ম্যানিফেস্টো’ তৈরি করে জনসমক্ষে প্রকাশ করবে এবং প্রতিদ্বন্দ্বী সমস্ত প্রার্থীদের কাছে পাঠানো হবে। সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয়, হোস্টেল এবং এলাকায় ছাত্রদের যুক্ত করে মতবিনিময় সভার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের বক্তব্য সংগ্রহ করবে মার্চ মাস জুড়ে।