জাতীয় ঐক্যমত্য গড়ে না তুলে নাগরিকত্ব আইন(সিএএ) কার্যকর করা চলবে না এসইউসিআই(সি)

এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ১১ মার্চ এক বিবৃতিতে বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে দেখছি, উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় স্তরে কোনও ঐক্যমত্য গড়ে তোলার চেষ্টা না করেই বিজেপি সরকার লোকসভা নির্বাচনের ঠিক আগে তড়িঘড়ি নাগরিকত্ব (সংশোধনী) আইন-২০১৯ বা সিএএ চালু করার বিজ্ঞপ্তি জারি করে দিল। আমরা দাবি জানাচ্ছি, দেশের সমস্ত স্তরের নাগরিককে যুক্ত করে আলাপ-আলোচনা ও বিতর্কের মধ্য দিয়ে এ বিষয়ে জাতীয় ঐক্যমত্য গড়ে তোলার পদক্ষেপ নিতে হবে এবং একমাত্র এই ঐক্যমত্যের ভিত্তিতেই উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার আইন প্রণয়ন করতে হবে।