কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ৬ মার্চ জেলায় জেলায় বিক্ষোভ

কলকাতা কলেজ স্ট্রিট থেকে মৌলালি মিছিল

সন্দেশখালি কাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তি, কৃষি ফসলে এমএসপি চালু ও কৃষকদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার, নয়া জাতীয় শিক্ষানীতি ও বিদ্যুৎ বিল-২২ বাতিল সহ কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে দলের পক্ষ থেকে ৬ মার্চ রাজ্যের সর্বত্র গণবিক্ষোভের ডাক দেওয়া হয়। ওই দিন দলের পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার পক্ষ থেকে জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখানো হয়। মেদিনীপুর স্টেশন থেকে মিছিল শহর পরিক্রমা করে জেলাশাসক দপ্তরে পৌঁছায়। নেতৃত্ব দেন জেলা সম্পাদক কমরেড নারায়ণ অধিকারী সহ অন্যরা। জেলার মোহনপুর ব্লকে বিক্ষোভ ডেপুটেশন হয়। মোহনপুর শহর জুড়ে বিক্ষোভ মিছিল হয়। মিছিল ব্লক অফিসের সামনে পৌঁছলে পুলিশ গতিরোধ করে। চলে বিক্ষোভ সভা।

নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর

এ দিন পূর্ব মেদিনীপুরে দলের নন্দীগ্রাম লোকাল কমিটির পক্ষ থেকে সকাল ১০টা থেকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে অবস্থান চলে। বিডিও-র কাছে ১৪ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।

হাওড়া শহর

পূর্ব মেদিনীপুরে শহিদ মাতঙ্গিনী ব্লকের রাস্তা দ্রুত মেরামতের দাবিতে, আবাস যোজনায় নথিভুক্ত ব্যক্তিদের টাকা দেওয়া, ষাটোর্ধ্ব ব্যক্তিদের বার্ধক্য ভাতা দেওয়া, এলাকায় মদ-লটারির দোকান বন্ধ করা সহ বেশ কিছু দাবিতে বিক্ষোভ সংগঠিত হয়। বিডিও অফিসের সামনে পথ অবরোধ করা হয় ও পরে বিডিও-কে স্মারকলিপি দেওয়া হয়। বিডিও দাবিগুলোর সঙ্গে সহমত হন। বিশেষ করে সোয়াদিঘি খালের সংস্কার, মেচেদার পাঁচ মাথার মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তা দ্রুত মেরামতের উদ্যোগ নেবেন বলে কথা দেন। একটি সুসজ্জিত মিছিল নোনাকুড়ি বাজার পরিক্রমা করে।

বীরভূম

মুর্শিদাবাদ জেলা ডিএম অফিস অভিযান হয় ৬ মার্চ। বহরমপুর পুরাতন হাসপাতালের মোড় থেকে দলের জেলা কমিটির আহ্বানে কয়েক শত মানুষের সুসজ্জিত মিছিল ডিএম অফিসের দিকে এগিয়ে গেলে টে’টাইল কলেজ মোড়ে বিশাল পুলিশ বাহিনী মিছিলের পথ রোধ করে, শুরু হয় ধ্বস্তাধস্তি। পরপর তিনটি ব্যারিকেড ভেঙে মিছিল এগোতে থাকলে পুলিশের বাধায় কয়েকজন কর্মী আহত হন। নেতৃত্ব দেন দলের রাজ্য কমিটির সদস্য ও জেলা সম্পাদক কমরেড সাধন রায়।

পুরুলিয়া

৬ মার্চ ১৩ দফা দাবিতে ডিএম দপ্তরে বিক্ষোভ দেখায় পুরুলিয়া জেলা কমিটি। জেলার সরকারি স্কুল বন্ধের বিরুদ্ধে, অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে, হাসপাতালগুলিতে ডাক্তার নার্স নিয়োগ, মদের প্রসার বন্ধ, ফসলের ন্যায্য দাম, নির্বাচনের কাজের জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ না রাখা সহ একাধিক দাবিতে জুবিলি ময়দান থেকে মিছিল করে ডিএম দপ্তরের গেটে বিক্ষোভ দেখান দলের কর্মী-সমর্থকরা। ৫ জনের প্রতিনিধি দল ডিএম-কে দাবিপত্র দেন।

আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার জেলায় তিনটি জায়গায় বিক্ষোভ হয়। আলিপুরদুয়ার চৌপথী থেকে মিছিল মহকুমা শাসকের দপ্তরে পৌঁছায় এবং স্মারকলিপি দেওয়া হয়। ফালাকাটায় মিছিল করে বিডিও-কে ডেপুটেশন দেওয়া হয়। বীরপাড়া-মাদারিহাট লোকাল কমিটির পক্ষে মাদারিহাট চৌপথী থেকে মিছিল করে বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়।

কলকাতার মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড তরুণ মণ্ডল, জেলা সম্পাদক কমরেড সুব্রত গৌড়ী ও রাজ্য কমিটির সদস্য কমরেডস সুব্রত বিশ্বাস, কিষান প্রধান প্রমুখ।

শিলিগুড়ি

৭ মার্চ হাওড়ার শিবপুর ট্রামডিপো থেকে হাওড়া ময়দান হয়ে ডিএম দপ্তর অভিমুখে এসইউসিআই(সি) দলের সদর জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। বঙ্কিম সেতুর নিচে পুলিশ মিছিল আটকালে সেখানে ব্যাপক বিক্ষোভের পর ডি এম ডেপুটেশন হয়। রাজ্যের অন্যান্য জেলাগুলিতে এ দিন বিক্ষোভ কর্মসূচি হয়।