এসইউসিআই(কমিউনিস্ট) দফতরে জার্মানির কমিউনিস্ট প্রতিনিধি দল

ভারতের একমাত্র সাম্যবাদী দল এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর আহ্বানে ৪ মার্চ কলকাতায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে চারদিনের সফরে এসেছিলেন মার্ক্সিস্ট-লেনিনিস্টপার্টি অফ ডয়েৎসল্যান্ড (এমএলপিডি)-র চার সদস্যের প্রতিনিধি দল। এমএলপিডি-র চেয়ারপার্সন কমরেড গ্যাবি ফ্লেচনারের নেতৃত্বে জার্মান পার্টির নেতারা ভারতে নিপীড়িত মানুষের বিভিন্ন অংশের দাবি নিয়ে বিপ্লবী লক্ষ্যে যে সমস্ত সংগঠন লড়াই করছে, তাদের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। তাঁরা ছাত্র সংগঠন এআইডিএসও, শ্রমিক সংগঠন এআইইউটিইউসি, কৃষক সংগঠন এআইকেকেএমএস, মহিলা সংগঠন এআইএমএসএস-এর প্রতিনিধি দলের সাথে আলোচনা করেন। এ ছাড়াও তাঁরা দলের মেডিকেল ইউনিট ও বিজ্ঞান ইউনিটের সদস্য এবং স্কিম ওয়ার্কারদের সংগঠনের সাথে মত বিনিময় করেন। দুই দলের সাংগঠনিক ও রাজনৈতিক নানা দিক এবং গণআন্দোলন নিয়ে দীর্ঘ ও প্রাণবন্ত আলোচনা হয়।

৬ মার্চ কেন্দ্রীয় অফিসে এস ইউ সি আই (সি)-র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ সহ পলিটবুরোর কয়েকজন নেতার সাথে আলোচনায় অংশ নেন এমএলপিডি-র প্রতিনিধিরা। একটা দেশে যথার্থ মার্ক্সবাদী পার্টি গড়ে তোলার প্রকৃত রাস্তা কী তা নিয়ে দুই দলের নেতৃবৃন্দের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। মহান মার্ক্সবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষের রচনাবলি ও বর্তমান পরিস্থিতি সংক্রান্ত নানা বই জার্মান প্রতিনিধি দলের হাতে তুলে দেওয়া হয়। তাঁরাও তাঁদের দলের চিন্তা সংবলিত বই এস ইউ সি আই (সি) নেতৃবৃন্দের হাতে তুলে দেন।