কথিত আছে, রামের জন্ম অযোধ্যাতেই। ওখানেই কেটেছে তাঁর বাল্যকাল। তারপর বড় হয়েছেন, পাঠানো হয়েছে বনবাসে। ফিরে এসে ওখানেই রাজত্ব করলেন। রামের জীবনকথার এমন সব মুহূর্তগুলি স্মরণে স্থাপিত হয়েছে এক একটি মন্দির। খেলার জায়গায় গুলেলা মন্দির, লেখাপড়ার স্থানে বশিষ্ঠ মন্দির, যেখানে বসে রাজত্ব করলেন সেখানেও আছে একটি মন্দির। খাবারের জায়গাতে …
Read More »