মূল্যবৃদ্ধিতে প্রাণান্ত অবস্থা সাধারণ মানুষের, বেকারির হার বেড়েই চলেছে। উপদেষ্টা সংস্থা সিএমআইই-রপরিসংখ্যান, শহরাঞ্চলে বেকারির হার বেড়ে আবার ১০ শতাংশের মুখে পৌঁছেছে। বেড়েছে গ্রামাঞ্চলেও। দেশে সার্বিকভাবে তা ৮.৪৩ শতাংশ। গত দু’মাসে দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক নির্ধারিত সহনসীমার (৬ শতাংশ) উপরে। মে মাসে তা আরও বাড়বে। এতে খুচরো …
Read More »