সেভ এডুকেশন কমিটির সর্বভারতীয় ওয়েবিনার ইংরেজির পরিবর্তে হিন্দিকে শিক্ষার মাধ্যম ও সরকারি কাজের ভাষা হিসেবে চাপানোর বিরুদ্ধে ২৭ নভেম্বর অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির উদ্যোগে সর্বভারতীয় ওয়েবিনারে দেশের প্রখ্যাত ইতিহাসবিদ ও শিক্ষাবিদরা সরব হন৷ ইতিহাসবিদ অধ্যাপক করুণানন্দন বলেন, এদেশে জাতীয় সংগ্রাম এবং দেশাত্মবোধ গড়েই ডঠেছিল ইংরেজিকে নির্ভর করে৷ পাঞ্জাব, গুজরাট, …
Read More »