‘যতই কাদা ছুঁড়িবেন ততই পদ্ম ফুটিবে’, উবাচ নরেন্দ্র দামোদরদাস মোদি– ক্রমশই যিনি দেশের প্রশাসনিক প্রধানের করণীয় তুচ্ছ পার্থিব দায়িত্ব হইতে উন্নীত হইয়া গভীর তাৎপর্যমণ্ডিত বাণী বিতরণকারী সাধুমহাত্মার ভাবমূর্তি ধারণ করিয়াছেন। ভেক যত আড়ম্বরপূর্ণ হইতেছে, দেশে কোনও জনজীবন তোলপাড় করিবার মতো ঘটনা ঘটিলেই তিনি ততই মৌনীবাবার ভূমিকায় অপ্রাসঙ্গিক বাণী ছাড়িতেছেন। এমনিতেই …
Read More »