চোখের সামনে ১১ জন প্রতিবেশীকে পুড়ে মরতে দেখা ইমতিয়াজ কুরেশি, শরিফ মালেক কিংবা আবিদ পাঠানরা অভিযুক্তদের শাস্তির মরিয়া আশায় বুক বেঁধে ছিলেন। কিন্তু ২০ এপ্রিল গুজরাটের বিশেষ আদালত যেভাবে নারোডা গাম মামলার অভিযুক্ত ৬৮ জন হিন্দুত্ববাদী দাঙ্গাকারীকে বেকসুর খালাস করে দিল, তাতে তাঁদের সেই আশা শূন্যে মিলিয়ে গেছে। যদিও বহুঘোষিত …
Read More »