Breaking News

হলদিবাড়িতে টিএমসিপি-র হামলার প্রতিবাদ

এআইডিএসও-র শক্তিবৃদ্ধিতে আতঙ্কিত হয়ে ৩১ আগস্ট কোচবিহার জেলার হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে কলেজ ইউনিটের সম্পাদক মুক্তা রায় সহ সংগঠনের চার কর্মীর উপর টিএমসিপি-র বহিরাগত দুষ্কৃতীরা আক্রমণ চালায়। তিন জন এআইডিএসও কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়। জেলার এবিএন শীল কলেজের সামনে ১ সেপ্টেম্বর এআইডিএসও ইউনিটের পক্ষ থেকে ছাত্র শহিদ দিবস উপলক্ষে নির্মিত শহিদ বেদি ভেঙে দেয় টিএমসিপি দুষ্কৃতীরা। এর বিরুদ্ধে এআইডিএসও-র জেলা কমিটির ডাকে ২ সেপ্টেম্বর জেলা জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়। হলদিবাড়ি শহরে প্রতিবাদ সভা হয়। বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক আসিফ আলম, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কপিল বর্মন, জেলা কমিটির সদস্য সুজয় বর্মন, প্রদীপ রায় সহ কলেজের ছাত্রছাত্রীরা। দাবি ওঠে, অবিলম্বে টিএমসিপি দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শিক্ষার পরিবেশ বজায় রাখতে কলেজগুলিতে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর জন্য প্রশাসনকে ব্যাবস্থা নিতে হবে। কলেজে কলেজে টিএমসিপি-র সন্ত্রাস অবিলম্বে বন্ধ করতে হবে।