সন্দেশখালিতে প্রতিনিধিদল

সন্দেশখালিতে প্রতিবাদী মহিলাদের পাশে এআইএমএসএসের প্রতিনিধিরা। ১ মার্চ

২৭ ফেব্রুয়ারি বিভিন্ন মানবাধিকার সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জেলিয়াখালি, সন্দেশখালি এবং বেড়মজুর অঞ্চলে যাওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী পল্লব কীর্তনীয়া, সাংবাদিক অর্ক ভাদুড়ি, মেডিকেল সার্ভিস সেন্টারের ডাঃ নীলরতন নাইয়া, সিপিডিআরএস-এর রাজ্য সম্পাদক রাজকুমার বসাক, সভাপতি অধ্যাপক সৌম্য সেন, নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির রাজ্য সম্পাদিকা কল্পনা দত্ত, প্রোগ্রেসিভ কালচারাল ফোরামের রাজ্য আহ্বায়ক কুমকুম সরকার, অধ্যাপক সংহতি মঞ্চের অধ্যাপক আমিনুদ্দিন শেখ, লিগাল সার্ভিস সেন্টারের আইনজীবী লীলাময় মণ্ডল প্রমুখ।

১ মার্চ সন্দেশখালিতে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা জেলিয়াখালি হালদার পাড়ায় যান। স্থানীয় মহিলাদের সাথে দীর্ঘ সময় কথাবার্তা চলে প্রতিনিধিদের। মহিলারা বলেন, শিবু-উত্তম-শাহজাহানের বাহিনী কীভাবে অত্যাচার করেছে, কীভাবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে তাদের দিতে হয়েছে, যখন তখন মিছিলে যেতে বাধ্য করা হয়েছে, কোনও প্রতিবাদ করতে গেলে জুটেছে ব্যাপক শারীরিক নির্যাতন। সংগঠনের পক্ষ থেকে মহিলাদের এই লড়াইকে কুর্নিশ জানানো হয়েছে এবং আগামী দিনে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। প্রতিনিধিদলে ছিলেন স্বপ্না দাশগুপ্ত, ক্ষমা পণ্ডা, সুদীপ্তা কর, কাকলি মণ্ডল প্রমুখ।