রাষ্ট্রপতির উদ্দেশে রাজ্য জুড়ে স্বাক্ষর সংগ্রহ অভিযান

রায়গঞ্জে উপস্থিত রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচা্র্য

এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর কেন্দ্রীয় কমিটির ডাকে মোট ১২ দফা দাবি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানোর জন্য প্রত্যেকটি রাজ্যে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে দলের পলিটবুরো সদস্য, রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ১২ ডিসেম্বর এই স্বাক্ষর সংগ্রহের সূচনা করেন। কলকাতায় জেলা সম্পাদক সুব্রত গৌড়ী শিয়ালদহ স্টেশন এলাকায় সই সংগ্রহ শুরু করেন। মূল্যবৃদ্ধি রোধ, জনবিরোধী জাতীয় শিক্ষানীতি, বিদ্যুৎ আইন ও অরণ্য আইন বাতিল, মহিলা, দলিত ও সংখ্যালঘুদের উপরে নির্যাতন বন্ধ, শ্রমিক স্বার্থ-বিরোধী শ্রমকোড বাতিল, চাষিদের ফসলের ন্যায্য দাম এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির ব্যাপক দুর্নীতি রোধ সহ নানা দাবি নিয়ে এই স্বাক্ষর সংগ্রহ সারা রাজ্যে শুরু হয়েছে। সঙ্কট জর্জরিত সাধারণ মানুষ অত্যন্ত আগ্রহের সঙ্গে তাঁদের স্বাক্ষর দিচ্ছেন। আগামী কয়েক মাস ধরে চলবে এই স্বাক্ষর সংগ্রহ অভিযান।

ক্যানিং