Breaking News

মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি সামাজিক সুরক্ষা প্রকল্পে অন্তর্ভুক্তির দাবি পরিচারিকাদের

গৃহ পরিচারিকাদের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা,সপ্তাহে এক দিন সবেতন ছুটি, কর্মক্ষেত্রে সম্মানজনক পরিবেশ ও নিরাপত্তা সুনিশ্চিত করা, রেশনে পর্যাপ্ত পরিমাণে চাল ও গম, বিনামূল্যে কেরোসিন তেল সরবরাহ, বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা, মদ ও মাদকদ্রব্যের প্রসার বন্ধ, গার্হস্থ্য বিদ্যুৎ ক্ষেত্রে ডিজিটাল মিটারের পরিবর্তে স্মার্ট মিটার লাগানো বন্ধ প্রভৃতি দাবিতে সারা বাংলা পরিচারিকা সমিতির নেতৃত্বে ৬ নভেম্বর কলকাতায় সহস্রাধিক পরিচারিকার এক মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়ে এসপ্ল্যানেডের ওয়াই চ্যানেলে পৌঁছলে সেখানে সভায় বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। এক প্রতিনিধিদল হাজার হাজার পরিচারিকার স্বাক্ষর সংবলিত দাবিপত্র নিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে ডেপুটেশন দেয়।