Breaking News

মিড–ডে মিল কর্মী ইউনিয়নের নারায়ণগড় ব্লক সম্মেলন

সারা বাংলা মিড–ডে মিল কর্মী ইউনিয়নের নারায়ণগড় ব্লক সম্মেলন হয় ২২ জুলাই৷ শুরুতে এক মিছিল বেলদা শহর পরিক্রমা করে এবং ট্রাফিক স্ট্যান্ডে পথসভা হয়৷ সংগঠনের দাবি, মিড–ডে মিল প্রকল্পের দায়িত্ব এনজিও–র হাতে তুলে দেওয়া চলবে না, কর্মীদের স্থায়ী সরকারি কর্মচারীর স্বীকৃতি এবং মাসিক ১৮ হাজার টাকা বেতন দিতে হবে৷ ১২ দফা দাবিতে বিডিও–র কাছে স্মারকলিপি দেওয়া হয়৷ তারপর দেউলী নজরুল ভবনে সম্মেলন সংগঠিত হয়৷ উপস্থিত ছিলেন দুই শতাধিক কর্মী৷ বক্তব্য রাখেন এ আই ইউ টি ইউ সি–র রাজ্য নেতা কমরেডস সনাতন দাস ও পূর্ণ চন্দ্র বেরা৷ গীতা পণ্ডিতকে সভানেত্রী, কবিতা জানাকে সম্পাদিকা ও প্রীতিলতা মাইতিকে কোষাধ্যক্ষ করে ২৫ জনের ব্লক কমিটি গঠন করা হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ১ সংখ্যা)