Breaking News

কমসোমলের পশ্চিমবঙ্গ রাজ্য শিবির

কিশোর সংগঠন কমসোমলের পক্ষ থেকে ১৭–১৯ জুলাই ঘাটশিলায় মার্কসবাদ–লেনিনবাদ-শিবদাস ঘোষ চিন্তাধারা শিক্ষাকেন্দ্রে সারা বাংলা রাজ্য প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়৷ ১৭ জুলাই বিকালে রক্তপাতাকা উত্তোলন, সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষ এবং শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে শিবিরের সূচনা হয়৷ প্যারেড, পিটি, ড্রিল প্রশিক্ষণ সহ গান আবৃত্তিতে অংশ নেয় আগত সদস্যরা৷ একটি সিনেমাও প্রদর্শিত হয়৷ এ ছাড়াও এসইউসিআই(সি)–র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষের ‘কিশোরদের প্রতি’ বইটি পড়ে তার ভিত্তিতে নির্বাচিত কিছু প্রশ্নের উপর আলোচনায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় ৬১ জন কমসোমল সদস্য৷ শেষ অধিবেশনে সমস্ত প্রশ্নের ভিত্তিতে সামগ্রিকভাবে আলোচনা করেন দলের পলিটবুরো সদস্য কমরেড সৌমেন বসু৷

উপস্থিত ছিলেন এস ইউ সি আই (সি) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সান্টু গুপ্ত, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও এ আই ডি এস ও–র সর্বভারতীয় সভাপতি কমরেড কমল সাঁই, সর্বভারতীয় সম্পাদক কমরেড অশোক মিশ্র,  রাজ্য সম্পাদক কমরেড সৌরভ ঘোষ৷ আগত ১৭৪ জন প্রতিনিধি শিবির শেষ করে ফিরে যায় গভীর উৎসাহ ও উদ্দীপনা নিয়ে৷

(গণদাবী : ৭২ বর্ষ ১ সংখ্যা)