মহান কার্ল মার্কস স্মরণে

70 Year 29 Issue 9 March 2018

‘‘আমরা ব্যক্তিগত মালিকানার অবসান চাই শুনে আপনারা আতঙ্কিত৷ অথচ আপনাদের বর্তমান সমাজে জনসমষ্টির শতকরা নব্বই জনের ক্ষেত্রেই তো ব্যক্তিগত মালিকানা ইতিমধ্যেই লোপ করা হয়েছে৷ অল্প কয়েকজনের ক্ষেত্রে সেটা আছে শুধু ওই দশ ভাগের নয় ভাগ লোকের হাতে নেই বলে৷ সুতরাং যে ধরনের মালিকানা বহাল থাকার অপরিহার্য শর্ত সমাজের বিপুল সংখ্যাধিক মানুষের কোনও সম্পত্তি না থাকা, সেই মালিকী ব্যবস্থা আমরা তুলে দিতে চাই, আপনাদের উচ্ছেদ চাই, এটাই আমাদের বিরুদ্ধে বুর্জোয়া শ্রেণির অভিযোগ৷ ঠিক তাই৷ আমাদের সংকল্প ঠিক তাই৷’’

কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো, ১৮৪৮