বিজ্ঞানী মেহের ইঞ্জিনিয়ার স্মরণে সভা

প্রখ্যাত বিজ্ঞানী, বোস ইনস্টিটিউটের প্রাক্তন অধিকর্তা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিত্ব মেহের ইঞ্জিনিয়ার গত ২৪ এপ্রিল শেষনিঃশ্বাস ত্যাগ করেন৷ তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর৷ একজন উঁচু মানের বিজ্ঞানী হওয়া সত্ত্বেও মেহের ইঞ্জিনিয়ার সব সময় নিপীড়িত মানুষের আন্দোলনের পাশে থাকতেন৷ সিঙ্গুর–নন্দীগ্রাম আন্দোলনের সময়ে শিল্পী–সাংস্কৃতিক কর্মী–বুদ্ধিজীবী মঞ্চ গড়ে উঠলে তিনি সক্রিয়ভাবে তাতে যুক্ত হয়ে মঞ্চের সহসভাপতি নির্বাচিত হন৷ লালগড় আন্দোলন, শ্রমিক ও চাষিদের অধিকার রক্ষার আন্দোলন, বহুজাতিক কোম্পানির জি এম শস্য চালুর বিরুদ্ধে আন্দোলনেই শুধু নয়, শিক্ষার অধিকারের দাবি, নর্মদা বাঁচাও আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন৷ তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে ২ মে শিল্পী–সাংস্কৃতিক কর্মী–বুদ্ধিজীবী মঞ্চের আহ্বানে কলকাতার ত্রিপুরা হিতসাধনী সভাগৃহে স্মরণসভা অনুষ্ঠিত হয়৷ সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব এবং মঞ্চের সভাপতি বিভাস চক্রবর্তী৷

(গণদাবী : ৭১ বর্ষ ৪০ সংখ্যা)