প্যালেস্টাইনে হাসপাতালে ইজরায়েলের হামলার প্রতিবাদেরাষ্ট্রসংঘের মহাসচিবকে চিঠি চিকিৎসকদের

রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেলের উদ্দেশে ১৬ নভেম্বর মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে এক প্রতিনিধিদল কলকাতায় ইউনিসেফ দপ্তরের প্রধানের হাতে একটি স্মারকলিপি তুলে দেন।

প্যালেস্টাইনের গাজায় হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর ইজরায়েলি সেনা যেভাবে বোমাবর্ষণ, হত্যালীলা চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং রোগী, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতি সংহতি জ্ঞাপন করতে মেডিকেল সার্ভিস সেন্টার সারা দেশে প্রতিবাদ দিবসের ডাক দেয় ১৯ নভেম্বর। ওই দিন কলকাতায় প্রতিবাদ ও সংহতি মিছিল সংগঠিত হয়। দেশের বিভিন্ন রাজ্যের রাজধানী সহ নানা জায়গায় এই প্রতিবাদ ও সংহতি দিবস পালন করা হয়। প্রায় তিন শতাধিক ডাক্তার, নার্স, প্যারামেডিকেল স্টাফ, মেডিকেল-ডেন্টাল নার্সিং, প্যারামেডিকেল ছাত্রছাত্রীদের এক সুসজ্জিত মিছিল এনআরএস মেডিকেল কলেজ থেকে কলকাতা মেডিকেল কলেজে যায়। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ ভবানীশংকর দাস, সহ-সভাপতি ডাঃ অশোক সামন্ত ও ডাঃ তরুণ মণ্ডল, সম্পাদক ডাঃ অংশুমান মিত্র, সার্ভিস ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডাঃ দুর্গাপ্রসাদ চক্রবর্তী, নার্সেস ইউনিটির সম্পাদিকা সিস্টার ভাস্বতী মুখার্জি প্রমুখ।

মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র বলেন, বিগত দু-মাসের বেশি যেভাবে ইজরায়েলি বাহিনী প্যালেস্টাইনের গাজা স্ট্রিপে ক্রমাগত আক্রমণ চালাচ্ছে এবং সমস্ত আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে হাসপাতালেও বোমা বর্ষণ ও মিসাইল আক্রমণ করে শয়ে শয়ে রোগী-ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের হত্যা করছে তার তীব্র নিন্দা করছি। আমরা ইউনাইটেড নেশনস-এর মহাসচিবকে ১৬ নভেম্বর চিঠি লিখে যুদ্ধবিরতির জন্য হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছি। দাবি করছি প্রাণঘাতী সর্বগ্রাসী যুদ্ধ বন্ধ হোক।রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেলের উদ্দেশে ১৬ নভেম্বর মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে এক প্রতিনিধিদল কলকাতায় ইউনিসেফ দপ্তরের প্রধানের হাতে একটি স্মারকলিপি তুলে দেন।