পাঁশকুড়ায় বিদ্যুৎ দপ্তরে গ্রাহক বিক্ষোভ

জনস্বার্থবিরোধী বিদ্যুৎ বিল ২০২২ বাতিল, কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ, বন্ধ ও খারাপ মিটার অবিলম্বে পরিবর্তন ও অস্বাভাবিক বিল সংশোধন, বাঁশের খুটির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দ্রুত সিমেন্টের খুঁটি লাগানো, চাষের মরশুমে কৃষি বিদ্যুৎ গ্রাহকদের লাইন না কাটা প্রভৃতি দাবিতে এবং জোরপূর্বক স্মার্ট প্রিপেড মিটার চালুর উদ্যোগের প্রতিবাদে অ্যাবেকার পাঁশকুড়া জোনাল কমিটির উদ্যোগে ২৯ মার্চ পাঁশকুড়া কাস্টমার কেয়ার সেন্টারে বিক্ষোভ দেখান গ্রাহকরা।

ডেপুটেশনে নেতৃত্ব দেন সংগঠনের জোনাল কমিটির যুগ্ম সম্পাদক সুধীর মাইতি, কোষাধ্যক্ষ নিলয় খালুয়া ও পূর্ব মেদিনীপুর জেলা অফিস সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক প্রমুখ। স্টেশন ম্যানেজার স্মারকলিপি গ্রহণ করে স্থানীয় দাবিগুলি পূরনের আশ্বাস দেন।