Breaking News

তোলা আদায়ের প্রতিবাদ মোটরভ্যান চালকদের

শিল্পনগরী হাওড়ায় কারখানার কাঁচামাল ও পণ্য পরিবহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মোটরভ্যান। কম খরচের সুবিধা থাকায় সাধারণ যাত্রী ও ছোট ব্যবসায়ীরাও মোটরভ্যান ব্যবহার করেন। জেলার প্রায় দশ হাজার মানুষ মোটরভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

কিন্তু জেলার কোনা হাইরোড, সলপ, সরস্বতী ব্রিজ, ধূলাগড়, বালি হল্ট প্রভৃতি জায়গায় এবং দাসনগর, ব্যাঁটরা, ডোমজুড় ও লিলুয়া থানার সামনে মোটরভ্যান চলাচলে বাধা দেওয়া হচ্ছে এবং চালকদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। অনেক সময় হ্যান্ডেলও কেড়ে নেওয়া হচ্ছে।

তোলা আদায় বন্ধ ও অবাধে গাড়ি চালানোর দাবিতে ২৮ ডিসেম্বর সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের নেতৃত্বে হাওড়া জেলাশাসক ও ডিসি ট্রাফিকের দপ্তরে বিক্ষোভ দেখান মোটরভ্যান চালকরা। তাঁদের কাছে স্মারকলিপি দেওয়া হয়।