Breaking News

নির্ভয়া দিবসে নারী নির্যাতন বন্ধের ডাক

২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে এক প্যারামেডিকেল ছাত্রীর উপর ধর্ষণ ও অত্যাচারের নৃশংস ঘটনা এবং ২৯ ডিসেম্বর তার মৃত্যু গোটা দেশে মানুষের ক্ষোভের বারুদে আগুন লাগিয়ে দিয়েছিল। ‘আর কোনও নির্ভয়া নয়’– এই দাবিতে দেশ জুড়ে মানুষ নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছিলেন।

আন্দোলনের চাপে নারী নির্যাতনবিরোধী নতুন আইন আনতে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় সরকার। তা সত্ত্বেও আজও গোটা দেশে প্রতি মুহূর্তে ঘটে চলেছে অসংখ্য নারীনির্যাতন ও ধর্ষণের ঘটনা। কিন্তু এর বিরুদ্ধে কার্যকরী ভূমিকা নেওয়া তো দূরের কথা, বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীদের আড়াল করতেই দেখা যাচ্ছে শাসক দল ও তাঁবেদার প্রশাসনকে।

এই পরিস্থিতির প্রতিকারে ও ‘নির্ভয়া’ স্মরণে ২৯ ডিসেম্বর শিয়ালদা কোলে মার্কেটে নারী নিগ্রহবিরোধী নাগরিক কমিটির ডাকে প্রতিবাদ সভা হয়। উপস্থিত ছিলেন জাতীয় ফুটবলার ও কোচ অনিতা রায়, প্রাক্তন অধ্যাপক অনিল বিশ্বাস, ডাঃ দুর্গাপ্রসাদ চক্রবর্তী, ডাঃ অশোক সামন্ত, ডাঃ নুপুর ব্যানার্জী, অধ্যাপক তরুণ কান্তি নস্কর প্রমুখ। সভায় প্রতিবাদী গান, নাচ, আবৃত্তি প্রভৃতি পরিবেশিত হয়।