তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে এসইউসিআই(সি)-র প্রার্থী তালিকা

নভেম্বরে কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। এর মধ্যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা–এই তিনটি রাজ্যে এসইউসিআই(সি) সংগ্রামী বামপন্থাকে হাতিয়ার করে প্রতিদ্বন্দ্বিতা করছে। কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্য সরকারগুলির জনবিরোধী নীতির বিরুদ্ধে গণআন্দোলনের আহ্বান জানিয়ে দল ইতিমধ্যেই নির্বাচনী প্রচারে নেমেছে। পুঁজিবাদী শাসনব্যবস্থায় নির্বাচনের মধ্য দিয়ে যে কেবল পুঁজিপতিদের সেবক বদল হয় বা সেবকের নবীকরণ ঘটে। এইসব নির্বাচনের মধ্য দিয়ে যে জনজীবনের মৌলিক সমস্যার কোনও সমাধান হবে না, প্রচারে সে সব তুলে ধরা হচ্ছে। যত দিন যাচ্ছে জনজীবনে পুঁজিবাদী শাসন-শোষণের বোঝা ক্রমাগত বাড়ছে। এর বিরুদ্ধে গণআন্দোলন ছাড়া সাধারণ মানুষের বাঁচার আর কোনও রাস্তাই খোলা নেই। নির্বাচনে সাধারণ মানুষের কাজ হবে গণআন্দোলনের যথার্থ শক্তিকে চিনে নেওয়া এবং তাদের শক্তিবৃদ্ধি করা। এই বক্তব্য নিয়ে দলের কর্মী-সমর্থকরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন।

 

 

মধ্যপ্রদেশ

১) গোয়ালিয়র            কমরেড মিতালী শুক্লা

২) বামোরি              কমরেড শ্রীরাম সেন

৩) গুনা                 কমরেড সীমা রাই

৪) অশোকনগর          কমরেড দেবেন্দ্র আহিরওয়াড়

৫) সাগর                কমরেড সোনা কুশওয়াহ প্যাটেল

৬) গোবিন্দপুরা          কমরেড বিনোদ লোগারিয়া

৭) দেওয়াস              কমরেড রাজুল শ্রীবাস্তব

৮) ইন্দোর-২                  কমরেড প্রমোদ নামদেব

 

ছত্তিশগড়

১) ধামতরি              কমরেড গীতা সারথী

২) দুর্গ শহর             কমরেড আত্মারাম সাহু

 

তেলেঙ্গানা

১) খৈরাতাবাদ           কমরেড কুরাকুলা জ্যোতি

২) পাটনচেরু            কমরেড পালাদি দেবাইয়া

৩) কালভারথী           কমরেড পালাদি কিরণ কুমার