ডায়মন্ডহারবারে মহকুমা শাসককে ডেপুটেশন মিড ডে মিল কর্মীদের

১৩ অক্টোবর সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে মিড ডে মিল কর্মীদের সীমাহীন বঞ্চনার প্রতিবাদে এবং ৬৩০০ টাকা বেতনের দাবিতে ডায়মন্ডহারবার মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনে প্রায় পাঁচ শতাধিক মিড ডে মিল কর্মী উপস্থিত ছিলেন। পরে ডায়মন্ডহারবার শহরে মিছিল করা হয়। রান্না করা, পরিবেশন করা, বাসন ধোওয়া সহ সকল কাজ করতে হয় মিড ডে মিল কম¹দের। এই হাড়ভাঙা পরিশ্রম করে এই রাজ্যে তাঁরা মাসে বেতন পান মাত্র ১৫০০ টাকা। আবার এই টাকা বছরের ১০ মাস দেওয়া হয়, মে মাসের গ্রীষ্মকালীন ও অক্টোবর মাসের পূজার ছুটির অজুহাতে ২ মাস বেতন দেওয়া হয় না।

অবিলম্বে দাবি না মানলে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা সুনন্দা পণ্ডা হুঁশিয়ারি দেন।