গুজরাটে পাবলিক ইউনিভার্সিটি অ্যাক্টের বিরুদ্ধে কনভেনশন

গুজরাটে বিজেপি সরকার যে পাবলিক ইউনিভার্সিটি অ্যাক্ট প্রণয়ন করেছে তার তীব্র বিরোধিতা করেছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির গুজরাট শাখা। এই গণতন্ত্রবিরোধী কালা-আইন প্রণয়ন করে বিজেপি গুজরাটে ছাত্র সমাজের ন্যায়সঙ্গত গণআন্দোলনের অধিকার কেড়ে নিতে চাইছে এবং সেনেট-সিন্ডিকেট পদ্ধতি তুলে দিয়ে বিশ্ববিদ্যালয়গুলির স্বাধিকার পদদলিত করছে। ২০ সেপ্টেম্বর আমেদাবাদে এক কনভেনশনে এই আইনের আপত্তিকর দিকগুলি তুলে ধরেন সংগঠনের রাজ্য যুগ্ম সম্পাদক ডাঃ কানু খাদাদিয়া।

গুজরাট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক এআইফুকটোর সহ সভাপতি মহাদেব দেশাই শাহ বলেন, এই আইন অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং ছাত্রদের কণ্ঠরোধ করবে। কমিটির সর্বভারতীয় সভাপতি প্রকাশভাই এন শাহ বলেন, আমরা আন্দোলন করে স্বাধিকার ফিরিয়ে আনব। এ ছাড়া বক্তব্য রাখেন, অধ্যাপক হেমন্ত কুমার শাহ, অধ্যাপক দেবদূত সিংহ রানা। শেষে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।