Breaking News

সামতাবেড়ে কথাসাহিত্যিক শরৎচন্দ্র স্মরণ

 পার্থিব মানবতাবাদী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৮তম জন্মদিবসে ‘শরৎচন্দ্র জন্মবার্ষিকী উদযাপন কমিটি’র পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতা, প্রবন্ধ পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সামতাবেড়ে শরৎচন্দ্রের বাসভবনে তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন কমিটির সভাপতি আশিস বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র পরিবারের সদস্য জয় চট্টোপাধ্যায় ও মৌসুমী চট্টোপাধ্যায় সহ উপস্থিত শরৎ অনুরাগী মানুষজন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান বক্তা ছিলেন অধ্যাপক মানস জানা। এ ছাড়াও বক্তব্য রাখেন শরৎচন্দ্র জন্মবার্ষিকী উদযাপন কমিটির সহ-সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া। বক্তারা শরৎচন্দ্রের সাহিত্য এবং রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, সব স্তরের মানুষেরই সংস্কৃতির এই অবক্ষয়ের যুগে আজকের দিনে প্রতিবাদের রাজনীতিতে এগিয়ে আসা উচিত। প্রতিবাদী রাজনীতি এবং তার পরিপূরক মনীষী চর্চা ছাড়া আজকের দিনে চরিত্র অর্জন হবে না। শরৎচন্দ্রের মেজদিদি অবলম্বনে নাটক অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা দেয়।