কর্পোরেটদের  সর্বোচ্চ মুনাফার স্বার্থেই ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন–এস ইউ সি আই (সি)

ন্যাশনাল মনিটাইজেশন পাইপ লাইন স্কিমের মাধ্যমে ৬ লক্ষ কোটি টাকা তোলার নামে দেশের সম্পদ ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বেসরকারি সংস্থাকে দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এসইউসিআই (সি)-র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ। ২৩ আগস্ট এক বিবৃতিতে তিনি বলেন,

দেশের জনগণ যখন ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, জ্বালানির অস্বাভাবিক উচ্চ হারে মাশুল বৃদ্ধি সহ নানা সমস্যায় জর্জরিত, তখন কেন্দ্রীয় বিজেপি সরকার এই সব সমস্যা সমাধানের পরিবর্তে নানা ভাবে পুঁজিপতি তথা কর্পোরেট হাউসকে বিপুল আর্থিক সুবিধা পাইয়ে দিচ্ছে। সরকারি বিনিয়োগ বন্ধ রেখে লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারি সংস্থার হাতে দেওয়ার পাশাপাশি ৬ লক্ষ কোটি টাকা তোলার নামে রেল, রাস্তা, গ্যাস পাইপলাইনের মতো নানা সম্পদ যা এনএইচএআই, পিজিসিআইএলের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থার দ্বারা সৃষ্ট ও পরিচালিত, তাও বেচে দিচ্ছে। কর্পোরেট হাউসকে বিপুল পরিমাণে ট্যাক্স ছাড় ও নানা সুবিধা দেওয়ার কারণে যে বিশাল বাজেট ঘাটতি, তা পূরণ করতেই এটা করা হচ্ছে। এই বেসরকারিকরণের ফলে জনগণকে রাস্তা বা রেল ব্যবহারের জন্য, জ্বালানির জন্য অতিরিক্ত অর্থ দিতে হবে। কারণ, কর্পোরেটদের জন্য তার সেবক সরকার এই যে নতুন রাস্তা খুলে দিয়েছে, তা ব্যবহার করে সর্বোচ্চ মুনাফা করাই তাদের উদ্দেশ্য। বিজেপি সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলে তা প্রত্যাহার করতে বাধ্য করার জন্য আমরা জনগণের কাছে আবেদন করছি।