মানুষের উদ্বেগকে মূল্য দিয়ে সন্ত্রাসের রাজনীতি বন্ধ করুন বিজেপি ও তৃণমূল নেতৃত্বকে এস ইউ সি আই (সি)–র চিঠি

এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ৯ জুন নিম্নলিখিত চিঠিটি বিজেপি ও তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতিদের দিয়েছেন :

মাননীয় মহাশয়,

সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে আপনাদের দুই দলের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে যেভাবে সশস্ত্র আক্রমণ, অগ্নি সংযোগ, ভাঙচুর, এমনকি হত্যাকাণ্ড পর্যন্ত চলছে, তা সারা রাজ্যের জনগণকে চরম উদ্বিগ্ন করে তুলছে৷ এ ধরনের প্রতিটি হত্যাকাণ্ডের পরেই নেতারা নিহতের পরিবারে যান সমবেদনা জানাতে৷ কিন্তু যে মা সন্তানকে চিরতরে হারালেন, যে স্ত্রী স্বামী হারালেন, তাঁদের বুকের অসহনীয় শূন্যতা ও অসহায়তার কি এই সমবেদনার দ্বারা কোনও প্রতিকার হয়? এতে কি তাঁদের শোকের হাহাকার কমে? কোন দলের দোষ বেশি, কার কম, আমরা তার মধ্যে যেতে চাই না৷ আমাদের আবেদন, আপনারা দুই দলের নেতা, আপনারা সাধারণ মানুষের উদ্বেগ বিবেচনা করে এই সংঘর্ষ এখনই বন্ধ করুন৷ রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকে এবং থাকবে৷ এই পার্থক্য সত্ত্বেও গণতান্ত্রিক পদ্ধতিতে নিজ নিজ সংগঠনের মত প্রচারের অধিকার সকলেরই থাকা উচিত৷ কিন্তু তার বদলে আগ্রাসী মনোভাব নিয়ে পরস্পর সশস্ত্র হানাহানি করে এলাকা দখলের জন্য হত্যা ও সন্ত্রাস সৃষ্টির যে রাজনীতি চলছে অবিলম্বে তা বন্ধ করা দরকার৷

আশা করি, আপনারা উভয় দলের বিবেচক নেতৃবৃন্দ আমাদের এই আবেদনের মূল্য দেবেন৷

(গণদাবী : ৭১ বর্ষ ৪৪ সংখ্যা)