Breaking News

দুর্নীতিগ্রস্তদের শাস্তি ও যোগ্য চাকরিরতদের বহাল রাখার দাবি এস ইউ সি আই (সি)-র

কলকাতা হাইকোর্ট ২২ এপ্রিল এসএসসি মামলার রায়ে ২০১৬ সালের নিয়োগ প্যানেল সম্পূর্ণ বাতিল করার যে নির্দেশ দিয়েছে তার প্রেক্ষিতে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এ দিন এক বিবৃতিতে বলেন,

নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির শিক্ষক এবং গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীপদে ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল সংক্রান্ত রায়ে রাজ্য সরকারের নিয়োগ দুর্নীতির বহরটি সকলের সামনে পরিষ্কার হয়েছে। দুর্নীতির মাধ্যমে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের দুর্নীতি সমর্থন করার প্রশ্ন ওঠে না। কিন্তু ২০১৬-র প্যানেলে এমন অনেকেই আছেন যাঁরা যোগ্যতার বলে চাকুরি পেয়েছেন। কোন আইন ও যৌক্তিকতায় তাঁদেরও চাকরি খোয়াতে হবে তা বোধগম্য নয়। এটা ন্যায়বিচারের পরিপন্থী। এই দুর্নীতির সঙ্গে শাসক দলের ও এসএসসি-র যাঁরা যুক্ত তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি যোগ্যতার মাপকাঠিতে যাঁরা নিযুক্ত হয়েছিলেন আমরা তাঁদের চাকরি বহাল রাখার ব্যবস্থা গ্রহণের দাবি করছি। অন্য দিকে বঞ্চিত চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবি জানাচ্ছি।