অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডায়মন্ডহারবারের প্রার্থী

১৮ এপ্রিল গভীর রাতে দক্ষিণ ২৪ পরগণায় বিষ্ণুপুর দু’নম্বর ব্লকে বড় কাছারিতে আগুন লেগে শতাধিক দোকানপাট সম্পূর্ণ ভাবে পুড়ে যায়। নববর্ষের উৎসবের সময় দোকানে রাখা বহু জিনিস পুড়ে যাওয়ায় বিক্রেতারা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে তাঁদের ক্ষতিপূরণের দাবি নিয়ে পরদিন বিষ্ণুপুর দু’নম্বর বিডিও-তে এস ইউ সি আই (সি)-র পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়।

দলের ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী রামকুমার মণ্ডল ক্ষতিগ্রস্ত দোকানদার ও এলাকার মানুষের সঙ্গে কথাবার্তা বলেন এবং বিডিওতে ক্ষতিপূরণের দাবি নিয়ে ডেপুটেশন দেওয়ার কথা জানান। দাবি করা হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে পুড়ে যাওয়া দোকানঘর অবিলম্বে পুনঃনির্মাণ করতে হবে। ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং অগ্নিনির্বাপণের স্থায়ী ব্যবস্থা করতে হবে।