ট্রেনের দাবিতে জেনারেল ম্যানেজারকে ডেপুটেশন

দীঘা–হাওড়া পাঁচ জোড়া, দীঘা–খড়গপুর তিন জোড়া, হলদিয়া–পাঁশকুড়া তিন জোড়া ট্রেন অবিলম্বে চালু, ডহরপুর, তালপুকুর, মানিকতলায় ফ্লাইওভার নির্মাণ, নন্দীগ্রাম রুট এখনই তৈরি করে ট্রেন চালু, মেচেদায় সমস্ত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ, রাজগোদা থেকে মেচেদা নতুন ট্রেন লাইন চালু, চন্দ্রকোণা রোড থেকে পাঁশকুড়া ভায়া ঘাটাল নতুন ট্রেন লাইন চালুর দাবিতে ২৯ জানুয়ারি তমলুক পৌর নাগরিক সমিতির পক্ষ থেকে দক্ষিণ–পূর্ব রেলের জি এম–কে ডেপুটেশন দেওয়া হয়৷ জিএম তমলুক স্টেশন পরিদর্শন করতে এলে সমিতির তরফে স্মারকলিপি তুলে দেন শিক্ষক রঞ্জিত জানা, অশোকতরু প্রধান, বিষ্ণুপদ কারক, লেখা রায় প্রমুখ৷ জি এম অবিলম্বে একজোড়া ট্রেন দিঘা থেকে হাওড়া পর্যন্ত চালু করার প্রতিশ্রুতি দেন৷ পরে রাজ্য সরকারের সহায়তায় দুটি ফ্লাইওভার (ডহরপুর ও তালপুকুর) নির্মাণ করা হবে বলে জানান তিনি৷

(গণদাবী : ৭১ বর্ষ ২৭ সংখ্যা)