উলুবেড়িয়ায় আশাকর্মী সম্মেলন

১২ জানুয়ারি হাওড়ার উলুবেড়িয়া-১ ব্লক আশাকর্মী দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। আশাকর্মীদের সরকারি স্থায়ী স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সুপারিশ মেনে, ন্যূনতম মাসিক বেতন ২১ হাজার টাকা করা, উপযুক্ত পরিকাঠামো ও পারিশ্রমিক ছাড়া অবিলম্বে দিশা ডিউটি বন্ধ করা, কোভিড-১৯ আক্রান্ত আশাকর্মী বা তার পরিবারের সদস্যের প্রাপ্য সরকার-ঘোষিত ক্ষতিপূরণ (১ লক্ষ টাকা) পাওয়ার ব্যবস্থা প্রভৃতি দাবিতে বক্তব্য রাখেন এআইইউটিইউসি-র সংগঠক ও জেলা আশা কর্মী ইউনিয়নের সভাপতি নিখিল বেরা। প্রমীলা মণ্ডলকে সভানেত্রী, নিপা মণ্ডলকে সম্পাদক, ঝুমা হাজরাকে সহ সম্পাদক ও অপর্ণা সাঁতরাকে কোষাধ্যক্ষ করে ব্লক কমিটি গঠিত হয়।

(গণদাবী-৭৩ বর্ষ ১৮ সংখ্যা_২২ জানুয়ারি, ২০২১)