৩১ আগস্ট শহিদ স্মরণ

৩১ আগস্ট ১৯৫৯ সাল৷ খাদ্যের দাবিতে কলকাতায় মিছিল৷ কংগ্রেস সরকারের পুলিশ লাঠিপেটা করে ৮০ জনকে হত্যা করেছিল৷ সিপিএম সরকার ১৯৯০ সালের ৩১ আগস্ট মূল্যবৃদ্ধি–ভাড়াবৃদ্ধি বিরুদ্ধে আন্দোলনে গুলি চালিয়ে হত্যা করে এসইউসিআই(সি)র কিশোর কর্মী মাধাই হালদারকে৷ শহিদদের  স্মরণে সুবোধ মল্লিক স্কোয়ারে মাল্যার্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করছেন দলের রাজ্য সম্পাদক কমরেড সৌমেন বসু৷

দক্ষিণ ২৪ পরগণায় শহিদ মাধাই হালদারের গ্রাম রাধাকান্তপুরে শহিদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করছেন দক্ষিণ ২৪ পরগণা জেলা সম্পাদকমণ্ডলীর প্রবীণ সদস্য কমরেড সহদেব নস্কর৷

১৯৯০ সালে রানি রাসমণি অ্যাভিনিউয়ে কমরেড মাধাই হালদার যেখানে পুলিশের গুলিতে শহিদের মৃত্যু বরণ করেছিলেন, সেই স্থানে শহিদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাচ্ছেন কমরেড সৌমেন বসু৷ রাজ্য ও জেলা নেতৃবৃন্দ এবং আঞ্চলিক কমিটি ওগণসংগঠনগুলির পক্ষ থেকেও মাল্যদান করা হয়৷

(৭১ বর্ষ ৬ সংখ্যা ৭ সেপ্টেম্বর, ২০১৮)