হেলথ গাইডদের স্মারকলিপি

স্বাস্থ্যকর্মীর মর্যাদা, ন্যূনতম মজুরি ২১ হাজার টাকা, অবসরকালীন পেনশন ভাতা, গ্র্যাচুইটি দেওয়া, মৃত ও অক্ষম পোষ্যের চাকরির দাবিতে ১ জুন এআইইউটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল কমিউনিটি হেলথ গাইড ইউনিয়নের নেতৃত্বে হেলথ গাইডরা স্বাস্থ্যভবনে স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি দেন।

বহু বছর আগে সিএইচজি ও টিডি কর্মীরা মাসিক মাত্র ৫০ টাকা পারিশ্রমিকে স্বাস্থ্যদপ্তরে নিযুক্ত হয়েছিলেন। সিএইচজি কর্মীরা নানা রকমের ওষুধ, ওআরএস নিয়ে গ্রামে গ্রামে দরিদ্র মানুষদের সেবা করতেন, অসুস্থদের হাসপাতালে পৌঁছে দিতেন। ২০১৩ সালের পর থেকে এঁদের কাজের গুরুত্ব কমিয়ে দেওয়া হয়। স্বাস্থ্যদপ্তরে বারবার দাবি জানানোয় পারিশ্রমিক সামান্য বেড়ে সিএইচজি কর্মীদের মাসিক ৪০০ টাকা ও টিডি কর্মীদের ৫৫০ টাকা করা হয়েছে। বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে নিদারুণ কষ্টের মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছেন এই স্বাস্থ্যকর্মীরা। সেজন্য বাধ্য হয়ে আবারও তাঁরা আন্দোলনের রাস্তাই বেছে নিয়েছেন।

গণদাবী ৭৪ বর্ষ ৪২ সংখ্যা ১০ জুন ২০২২