হরিহরপাড়ায় মিছিল ও সমাবেশ

কেন্দ্রীয় বিজেপি সরকারের নয়া তিনটি কালা কৃষি আইন, বিদ্যুৎ বিল-২০২০ বাতিলের দাবিতে দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে ১৪ জানুয়ারি মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায় মিছিল ও সভায় যোগ দিলেন সহস্রাধিক মানুষ। হরিহরপাড়া ব্লক এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর উদ্যোগে স্বরূপপুর মোড় থেকে সুসজ্জিত সহস্রাধিক মানুষের দৃপ্ত মিছিল হরিহরপাড়া বাজার পর্যন্ত যায়। মিছিলের সামনের সারিতে ছিলেন দলের রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য, জেলা সম্পাদক কমরেড সাধন রায়, এআইকেকেএমএস-এর রাজ্য কমিটির সহ সভাপতি কমরেড মদন সরকার সহ জেলা ও ব্লক নেতৃত্ব। মিছিল শেষে জনসভা অনুষ্ঠিত হয়। দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের শহিদদের উদ্দেশ্যে সভার শুরুতেই সভার সভাপতি কমরেড মদন সরকারের আহ্বানে এক মিনিট নীরবতা পালন হয়। প্রারম্ভিক বক্তব্য রাখেন দলের জেলা সম্পাদক কমরেড সাধন রায়। কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য সংগ্র্রামরত দিল্লির লাখ লাখ কৃষকের দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়ে যাওয়ার অদম্য মনোভাব ও মনোবলকে ভারতবর্ষের এক গৌরবোজ্জ্বল অধ্যায় বলে আখ্যায়িত করেন।

(গণদাবী-৭৩ বর্ষ ১৮ সংখ্যা_২২ জানুয়ারি, ২০২১)